বিনোদন ডেস্ক : খরার কারণে দারুণ সংকটময় সময় পার করছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। প্রচন্ড খাদ্য সংকটে অনাহারে মারা যাচ্ছেন শিশুরা। বর্তমানে কেনিয়াতে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর সেখান থেকে এসব তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
ইউনিসেফের অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া। প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দেশটিতে গিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দেশটির করুণ পরিস্থিতির বয়ান দিয়েছেন। ভিডিওতে ভারাক্রান্ত প্রিয়াঙ্কাকে দেখা যায়। এ অভিনেত্রী বলেন, ‘আমি বর্তমানে কেনিয়াতে রয়েছি। এখানকার শিশুরা অনাহারে মারা যাচ্ছে এবং লাখ লাখ মানুষ না খেয়ে রয়েছেন।’
এই সংকট থেকে উত্তরণের জন্য অর্থ প্রয়োজন। তা উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘জলবায়ু সংকটের চিত্র এটি; আর কেনিয়াতে এখন এমনটাই ঘটছে। কিন্তু সেখানে স্বপ্ন ও সমাধান আছে। অপ্রত্যাশিত এই সংকট থেকে উত্তরণের জন্য অনেক অর্থের প্রয়োজন এবং ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে।’
কেনিয়ার একজন শিক্ষকের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘এখানে একজন শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছে। ইউনিসেফের সঙ্গে সোপেল গ্রামে স্কুলটি পরিচালনা করছেন তিনি। এ স্কুলের ফান্ড সংগ্রহের জন্য তাকে সংগ্রাম করতে হচ্ছে।’
প্রিয়াঙ্কা চোপড়া ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।