আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড.ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে অনিয়মিতর অভিযোগ পাওয়া যায়। ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিনে গেলে সাংবাদিকদের ওপর দলবদ্ধভাবে চড়াও হন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিসার্চ ইন্সিটিউটে মোট সাত জন কর্মকর্তা ও একজন কম্পিউটার অফারেটর এবং একজন এমএলএস এস কর্মরত আছেন।
গত ১ সপ্তাহের অনুসন্ধানে উঠে আসে ১/২ জন কর্মকর্তার উপস্থিততে প্রায় প্রতিদিন অফিস পরিচালনা হয়। চলতি সপ্তাহ রবিবার সারাদিন ১ জন কর্মকর্তা ছাড়া বাকি কাউকে অফিসে পাওয়া যায়নি। পরের দিন সোমবার সকাল সাড়ে ১১টায় ২, ৩ জনকে উপস্থিত পাওয়া গেলে তারা সাংবাদিকদের দেখে একত্রিত হয়ে চড়াও হন।
এ সময় কর্মকর্তাদের মধ্যে রোকনুজ্জামান রোকন সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, “আপনারা এসব দেখা শোনার কে, আপনারা যারা সাংবাদিক আছেন তাদের এই রিসার্চ ইনস্টিটিউটে আসা নিষেধ। আপনাদের যা কিছু বলার আমাদের পরিচালক ভিসি স্যারকে বলবেন।”
তিনি আরো বলেন, আপনারা শিক্ষা জীবন শেষ করে সাংবাদিকতা করতে আসবেন। এ সময় সাংবাদিকদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ক্যাম্পাস সাংবাদিকদের প্রতিনিধিত্ব খেয়ে দেওয়ার ভয় দেখান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এই ইন্সটিউটের দুই একজন বাদে কেউই নিয়মিত অফিস করেন না, এছাড়া তারা গবেষণায়ও মনোযোগী না। গত ৫ বছরের এই ইন্সটিটিউটে নেই উন্নত গবেষণার কাজ। বেশিরভাগ কর্মকর্তারায় ব্যক্তিগত কাজে ব্যাস্ত থাকেন।
এবিষয়ে জানতে কর্মকর্তা রোকনুজ্জামান রোকনকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ আমরা এর আগেও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য রেজিস্ট্রারকে দায়িত্ব দিয়েছি, আমরা একটা তদন্ত কমিটি গঠন করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।