Advertisement
জুমবাংলা ডেস্ক: তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার (৫ নভেম্বর) থেকে কুমিল্লা জেলায় অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাস ও ট্রাক মালিকরা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রী পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাস মালিকরা।
তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়ায় রাজশাহীতে শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস ও ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।