জুমবাংলা ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ঝুঁকিপূর্ণ বাঁধ এবং নদীতীর সংরক্ষণের চলমান প্রকল্পগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এতে কোথাও গাফেলতি, অনিয়ম কিংবা দুর্নীতি হলে তাতে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকায় নদীতীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কাজের সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে এসব কথা বলেন উপমন্ত্রী। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের সঙ্গে জড়িত প্রকল্পগুলো অতিদ্রুত সময়ের মধ্যে শেষ করতে চায়। এতে টেকসইয়ে কোনো ঘাটতি, অনিয়ম, গাফেলতি কিংবা দুর্নীতি সহ্য করা হবে বলেও এনামুল হক শামীম হুঁশিয়ারি দেন।
প্রকল্প এলাকা পরির্দশনের সময় পানিসম্পদ উপমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দিন সরোয়ার, চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, হরিণাঘাট ও চরভৈরবী এলাকায় মেঘনা নদীতীর সংরক্ষণ প্রকল্পের এরই মধ্যে ৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হচ্ছে এক শ ৯০ কোটি ৪৮ লাখ টাকা। তাই অতিগুরুত্বপূর্ণ এই প্রকল্পের অবশিষ্ট কাজ অতিদ্রুত সময়ের মধ্যে শেষ করতে পানিসম্পদক উপমন্ত্রী এনামুল হক শামীম নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


