স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। রবিবার পচেফস্ট্রুমে শিরোপার জন্য লড়বে দুদল। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
মহারণের আগে টাইগার যুবাদের মনে আত্মবিশ্বাসের বাতাস বইছে। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তারা। সেটি পূরণ হবে কি-না, তা সময়ই বলে দেবে।
তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী জানিয়েছেন, যুব বিশ্বকাপের ফাইনালকে সাধারণ ম্যাচ হিসেবে নিচ্ছেন তারা। ঘরে ফিরতে চান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা নিয়েই।
শনিবার তিনি বলেন, আমরা এটিকে সাধারণ খেলা হিসেবে নিচ্ছি। ছেলেরা ফাইনাল ম্যাচটি খেলতে মরিয়া। এটি আমাদের জন্য বড় সুযোগ। ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই আমরা। আশা করি, আমরা তাদের হারাতে পারব।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর আগে আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি দেশের কোনো দল। সেই অসাধ্যই সাধন করেছেন আকবররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।