স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৩০। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে এ দিন বিধ্বংসী রূপ ধারণ করে টাইগার যুবারা। মাত্র ১১.২ ওভারেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। ১০ বলে ৩২ রান করে আউট হন তানজিদ। ম্যাচসেরা ইমন ৩৩ বলে ৫৮ ও মাহমুদুল হাসান জয় ২৬ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত থাকেন।
ওপেনিং জুটিতে মাত্র ১৩ বলে ৪১ রান তোলেন তানজিদ ও ইমন। এ দিন টাইগার ওপেনাররা তাণ্ডবটা বেশি চালান জিম্বাবুইয়ান বোলার ডাইলান গ্রান্টের ওপর। এ বোলারের এক ওভারে ২৮ রান তোলেন তানিজদ ও ইমন।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসা গ্রান্টের প্রথম বলেই ছয় হাঁকান তানজিদ। দ্বিতীয় বলটি ওয়াইড দেন এ বোলার। পরের বলেও চার হাঁকান তানজিদ। এরপরের দুই বলে হাঁকান ২ ছয়। পঞ্চম বলে ১ রান নিয়ে ইমনকে স্ট্রাইক দেন তানজিদ। শেষ বলে ৪ হাঁকিয়ে রান উৎসবে যোগ দেন ইমনও।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।