ডিজেআই চায়নায় প্রতিষ্ঠিত একটি কোম্পানি যারা ড্রোন নির্মাণে সুপরিচিত। প্রতিষ্ঠানটি Mini 2 SE নামে নতুন ড্রোন মার্কেটে রিলিজ করতে যাচ্ছে। আগের ড্রোন থেকে এই ডিভাইসে নতুন ফিচার যোগ করা হয়েছে।
নতুন ড্রোন এ OcuSync 2.0 transmission system ব্যবহার করা হয়েছে। এর ফলে এটি লম্বা দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। আগের ড্রোন থেকে বেশি সময় ধরে আকাশে উড়তে পারবে নতুন ডিভাইসটি।
এর আগে মার্কেটে রিলিজ করা Mini SE ড্রোনি এর এতটা সক্ষমতা ছিল না। ড্রোনটি আপনার অবস্থান থেকে দূরে থাকলেও ভিডিও ফুটেজ পাঠাতে সক্ষম হবে। পাশাপাশি পরিষ্কার ও স্পষ্ট ফুটেজ আপনি দূর থেকেই পেয়ে যাবেন।
ডিজেআই ব্র্যান্ড জানায় যে, ব্যাটারি ফুল চার্জ হওয়া শেষ হলে একটানা ৩১ মিনিট পর্যন্ত ড্রোনটি আকাশে উড়তে সক্ষম হবে। আগের মডেল থেকে এ ডিভাইসের ওজন ২৪৯ গ্রাম কমানো হয়েছে।
এর ফলে ড্রোনটি আগের মডেল থেকে বেশ হালকা অনুভূত হবে। পাশাপাশি এটি ব্যবহার করার জন্য আপনার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফিসে রেজিস্টার করার কোন প্রয়োজন হবে না।
তবে ক্যামেরা সিস্টেমে আগের মডেল থেকে নতুন ড্রোনে তেমন পার্থক্য লক্ষ্য করা যায়নি। তবে Mini 2 SE মডেলের ড্রোনের ক্যামেরার পারফরম্যান্স সন্তোষজনক বলা যায়।
ড্রোনটি ২.৭কে রেজুলেশন বজায় রেখে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে সক্ষম। পাশাপাশি ড্রোনটিতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ইনস্টল করা হয়েছে। ডিজেআই ব্র্যান্ডের Mini 2 SE ড্রোনের দাম হবে ৩৬৯ ডলার।
অর্থাৎ ভারতীয় মুদ্রায় ড্রোনটির দাম হবে ৩০ হাজার রুপি এবং বাংলাদেশ মুদ্রায় এটির দাম হবে ৩৮ হাজার টাকা। ডিভাইসটি ক্রয় করার সময় আপনাকে অতিরিক্ত ব্যাটারি প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকবে। ভবিষ্যতে ব্যাটারি রিপ্লেস করার দরকার হলে তখন তা কাজে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।