জুমবাংলা ডেস্ক : যশোরে পাশের বাড়ির অনৈতিক কর্মকাণ্ড ধরিয়ে দেয়ায় এক নারীকে মারধর করে, চুল কেটে ইয়াবাসহ পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী রওশন আরা। তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি রায়পাড়ার শাহজাহানের বাড়িতে ভাড়া থাকতাম। ওই বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন শাহজাহানের স্ত্রীর করুণা বেগম। এ কারণে ১৫ দিন আগে আমি ওই বাড়ি ছেড়ে পাশের একটি বাড়িতে উঠি। ৩০ এপ্রিল স্থানীয়রা করুণা বেগমের অনৈতিক কর্মকাণ্ড হাতেনাতে ধরে ফেলে। পরে জড়িতদের মারধর ও জরিমানা করে।
রওশন আরা বলেন, করুণা বেগমের ধারণা তার অনৈতিক কর্মকাণ্ড ধরা পড়ার পেছনে আমার হাত রয়েছে। এ কারণে ১ মে সন্ধ্যায় আমার ঘরে ঢুকে আমাকে মারধর করে, চুল কেটে দেয় করুণা বেগম, তার মেয়ে রিনা খাতুন, রেশমা হিজড়া, সুমি বেগম, রানা, সাথী, বিপ্লব ও ভোলা। পরে ইয়াবা দিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেয় তারা।
তিনি আরো বলেন, পুলিশ ঘটনার সত্যতা না পেয়ে আমাকে ছেড়ে দেয়। এরপর আমি যশোর হাসপাতালে চিকিৎসা নিয়ে ২ মে কোতোয়ালি থানায় অভিযোগ করি।
জানতে চাইলে অভিযুক্ত করুণা বেগম পাল্টা অভিযোগ করে বলেন, রওশন আরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি নিজ আমাকে নিয়মিত ভাড়া না দিয়ে নিজ ঘরে মাদক ব্যবসা করতেন। এ কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ঘটনার দিন রেশমা হিজড়ার সঙ্গে তার মারামারি হয়েছে। প্রতিশোধ নিতে রওশন আরা নিজেই চুল কেটে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, রওশন আরা সংবাদ সম্মেলনে যেভাবে উপস্থাপন করেছেন, ঘটনা আসলে তেমন নয়। তিনি নিজে মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বাড়িভাড়া নিয়ে দুই পক্ষের মারামারির পর ২ মে থানায় একটি অভিযোগ দেন তিনি। তখন চুলকাটা বা নির্যাতনের কথা বলেননি। আবার বিষয়টি মীমাংসা হয়েছে বলে পরদিন অভিযোগ প্রত্যাহারও করে নেন। এলাকায় হিজড়াদের দুই পক্ষের বিবাদের সুযোগে একটি পক্ষ ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।
অভিযোগ প্রত্যাহারের বিষয়ে রওশন আরা জানান, তিনি অভিযোগ প্রত্যাহার করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।