বিনোদন ডেস্ক : ‘গুড নিউজ’ ছবিতে কারিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। তৈমুরের জন্মের পর প্রথমে ‘ভিরে দি ওয়েডিং’ এবং তারপর ‘গুড নিউজ’, মা হওয়ার পর ফের কেরিয়ারের মধ্য গগণে পৌঁছে গিয়েছেন কারিনা কাপুর খান। মা হওয়ার পর যেহেতু নতুন করে শুটিং শুরু করেন কারিনা, তাই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা কিয়ারার সঙ্গে শেয়ার করতে শুরু করেন বেবো।
কারিনা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সব ধরণের ফল, সবজি খাওয়ার কথা বলা হতো তাকে। সেই কারণে সব ধরণের সবজি খেতে হতো তাকে।
কারিনার সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও। তিনি বলেন, অন্তঃসত্ত্বা হলে, সেই মহিলাকে অনেক লাড্ডুও খেতে দেওয়া হয় তাকে।
এসব শোনার পরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভিনেত্রী। কিয়ারা আদবানি জানান, যা ইচ্ছে তাই খেতে পারবেন, এসব ভেবেই ভালো লাগছে তার। তিনিও মা হতে চান। যা খেতে চান, তখন তাই খেতে পারবেন, এটার জন্য তিনিও মা হতে চান।
প্রসঙ্গত, ‘গুড নিউজ’র আগে মুক্তি পায় কবীর সিং। এই সিনেমায় শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কিয়ারা। গুড নিউজের পর অবশ্য কিয়ারার হাতে কী রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।