বিনোদন ডেস্ক : প্রেমিকার গর্ভে নিজের সন্তান আসছে, এমন খবর আগেই দিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।
এবার অন্তঃসত্ত্বা প্রেমিকা চেকআপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে গেছেন তিনি, এমন দৃশ্য ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে একটি ক্লিনিকে নিয়ে যান অর্জুন। দুজনেই পড়েছিলেন সাদা পোশাক। অর্জুনের চোখে কালো সানগ্লাস। গ্যাব্রিয়েলার হাতে নীল-সাদা ফাইল। তার মুখে মৃদু হাসি।
পাপারাজ্জিদের ক্যামেরার সামনে প্রেমিকাকে কিছুটা আড়াল করার চেষ্টা করেন দ্য এক্টর সিরিজের অভিনেতা।
স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিশ বছরের দাম্পত্য জীবন ছেড়ে প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গেই থাকছেন এখন অর্জুন।
২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) পরবর্তী এক পার্টিতে দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী ও মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে পরিচয় ৪৬ বছর বয়সী এ অভিনেতার।
৪৮ বছর বয়সী জেসিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও আইনি জটিলতায় বিচ্ছেদ কার্যকর হয়নি এখনো অর্জুনের। তবে ২০১৭ সাল থেকে আলাদা থাকছেন তারা। তাদের দুইটি মেয়ে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।