জুমবাংলা ডেস্ক : নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত-আহতদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই রিটটি হয়।
আগামী রোববার (২৪ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। নওগাঁর রাণীনগরের বাসিন্দা মোফাজ্জল হোসেন বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন।
রিটকারী পক্ষের কৌসুলি ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেন, বর্তমান সরকার যেন ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতায় না পড়েন সেটা এড়াতে এই রিট করা হয়েছে।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট থেকে পরবর্তী তিনদিন দেশে কোনো সরকার ছিল না। পরে ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অর্ন্তবর্তীকালীন সরকার যাত্রা করে।
সুপ্রিম কোর্ট বারের ক্যান্টিনে গরুর মাংস রান্নার অনুমতি চেয়ে রিট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।