জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছে। তাদের ক্ষমতাবান বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন জামায়াতের আমীর।
২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এফডিইবি।
ডা. শফিকুর রহমান বলেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন জনগণ দেখতে চায়। তাদের কাছে মানুষের প্রত্যাশা, কিছু মৌলিক সংস্কার। আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এ লক্ষ্যে সরকারকে একটি যৌক্তিক সময় দেয়ার কথা বলেন জামায়াতের আমীর।
তিনি বলেন, যৌক্তিক সময় বলতে তিন মাস কিংবা পাঁচ বছর হবে এমন সময় বেধে দেয়া হয়নি।
এর আগে, জামায়াতের আমীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সম্মেলনে যোগ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।