জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
মিজ রিজওয়ানা বলেন, ‘আমাদের তিনটা দায়িত্ব; সংস্কার, বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি।’
‘তবে অন্তর্বতী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে যার যতো রকম দাবি আছে সব দাবি নিয়ে রাস্তায় বসে রাস্তা আটকে দিচ্ছে, শহর অচল করে ফেলছে,’ বলে তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্ব পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সবার সহযোগিতা পাবো। আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক।’
অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। এর বাইরে এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই।’-বিবিসি বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।