অন্ধ হয়েও ১২ বছর ধরে চালাচ্ছেন দোকান খাইরুল

Advertisement নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ১২ বছর আগে দৃষ্টি হারান খাইরুল ইসলাম। এরপর থেকেই তার চোখে পৃথিবী অন্ধকার। তাই বলে থেমে থাকবেন খাইরুল? না, থেমে যাননি। চোখে না দেখেও ছোট্ট একটি টং-দোকানে ব্যবসা করে চালাচ্ছেন সংসার। কারণ, ক্রেতারাই তাকে বেচাকেনায় সহযোগিতা করেন। এতে হয় না হিসাবের গরমিলও। খাইরুলের ক্রেতা মূলত স্থানীয় স্কুল শিক্ষার্থীরা। দীর্ঘ ১২ বছর … Continue reading অন্ধ হয়েও ১২ বছর ধরে চালাচ্ছেন দোকান খাইরুল