জুমবাংলা ডেস্ক : দিনাজপুরে মুক্তিপণ আদায়ে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামি পুলিশের রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগসহ সিআইডির ৩ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার আসামিদের আদালতে আনা হয়নি। কিন্তু তাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামি রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হক ফারুকের জামিন আবেদন করেন। এসময় দিনাজপুর আদালত পুলিশের এসআই সবুজ আলী জামিনের বিরোধীতা করেন। শুনানি শেষে বিচারক শিশির কুমার বসু ৩ জনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন।
সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামি রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হক ফারুকের জামিন আবেদন করেন তিনি। এ সময় দিনাজপুর আদালত পুলিশের এসআই সবুজ আলী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক শিশির কুমার বসু তিনজনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরও বলেন, যে ধারায় মামলা দেওয়া হয়েছে সেটি জামিনযোগ্য অপরাধ। জামিনের জন্য খুব শিগগিরই উচ্চ আদালতে যাব।
উল্লেখ্য, দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হক ফারুকসহ ৫ আসামি বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।