সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন’খ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর করেছেন অপু।

শতাধিক সিনেমায় কাজ করা এই তারকার প্রায় ৮০টি ছবির নায়ক ছিলেন শাকিব খান। এ ছাড়া মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন ও জয় চৌধুরীর মতো তারকাদের সঙ্গেও তিনি পর্দা ভাগাভাগি করেছেন।
এই অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ। সম্প্রতি এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও অবশেষে বিষয়টির রহস্য খোলাসা হচ্ছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে, যেখানে অপু বিশ্বাস ও আদর আজাদ নিজেদের ‘সিক্রেট’ প্রকাশ করেন।
নির্মাতা বন্ধন বিশ্বাস তার নতুন চলচ্চিত্র ‘সিক্রেট’–এর শুটিং শুরু করতে যাচ্ছেন। এমকে প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেন।
শুটিং শুরুর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মালিবাগের রাজবাড়ী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমা সংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন,‘সিক্রেট’-এ দু’জন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করবে। এরমধ্যে আদর আজাদ একজন পরীক্ষিত নায়ক, আরেকজন ছোটপর্দার পরিচিত মুখ পীযূস—এটাই তার প্রথম সিনেমা। তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে আমার এটি তৃতীয় কাজ—তিনি পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করি ভালো একটি সিনেমা হবে।
অপু বিশ্বাস আরও বলেন, এখন অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা নির্মাণে আগ্রহী হন না। এমন সময়ে আদর আজাদ ও নতুন নায়ককে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এমকে প্রডাকশনকে ধন্যবাদ জানাই।
পীযূষ সেন বলেন, আমি দীর্ঘ দশ বছর ধরে ছোট পর্দায় প্রায় দুইশত নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। বড় পর্দায় কাজ করার আগ্রহ সবারই থাকে। সেই আগ্রহ থেকেই সিনেমায় যাত্রা শুরু করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সংবাদ সম্মেলনে নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। সময়টা খুব হেল্পফুল। গল্প শুনেই সে কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এই ছবিতে অপুর বিপরীতে দু’জন নায়ক থাকছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।
প্রযোজনা সংস্থা এম.কে প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয় আসন্ন ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে। যেহেতু ঈদের সিনেমা সেজন্য বাণিজ্যিক ও বড় বাজেট নিয়ে কাজ করছি। ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাস থেকে পুরোদমে ছবিটির শুটিং শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



