বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায়সই দেখা যায় তারকারা যেখানেই যান সেখানেই তাদের ভক্তরা ঘিরে ধরেন। শুটিং কিংবা যেখানে যাবেন, সেখানে জনস্রোত নামাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য আবারও জনতার ঢল নামতে দেখা গেল। অপু বিশ্বাসকে একনজর দেখতে জনতার এমন স্রোতের ঘটনা ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন অপু বিশ্বাস। তখন অবশ্য জানা যায়নি ঠিক কী কারণে তিনি বারো আউলিয়ার শহরে যাচ্ছেন। তবে বুধবার (১৫ ডিসেম্বর) বিষয়টি পরিষ্কার করে দিলেন নায়িকা।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন অপু। সেটা থেকে জানা গেল, ‘অ্যান্টিক’ নামের একটি শোরুম উদ্বোধনের জন্যই গেছেন তিনি। আর তাকে দেখার জন্য ওই এলাকায় সাধারণ মানুষের ঢল নেমেছিল। শোরুমটির সামনের রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছিল জনস্রোতে। এছাড়া আশেপাশের বিভিন্ন ভবনেও মানুষ ভিড় করে অপু বিশ্বাসকে দেখার জন্য।
এর আগে গত অক্টোবরে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন অপু। তখন তিনি ছিলেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন। লাইভে এসে অপু দেখান, তাকে দেখার জন্য হাজারো মানুষের ভিড়। ক্রমান্বয়ে এতো বেশি মানুষের সমাগম হয়েছিল যে, শুটিং না করেই ফিরতে আসতে হয়েছিল পুরো টিমকে। এরপর ঢাকায় সেট তৈরি করে বাকি শুটিং করা হয়েছিল।
এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন তরুণ নায়ক জয় চৌধুরী। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে আরও আছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। প্রযোজনায় উপমা কথাচিত্র।
এদিকে কয়েকদিন আগে শাকিব খানের সঙ্গে অভিনয় আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, আমরা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট। দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খান সবসময় অসাধারণ। তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের।
একটি গণমাধ্যমের সঙ্গে ছেলে জয়কে নিয়ে কথা বলতে গিয়ে শাকিব প্রশ্নে তিনি এসব কথা বলেন।
বর্তমানে অপু বিশ্বাসের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। আর মুক্তির অপেক্ষায় আছে- ডায়েল রহমান পরিচালিত ‘ঈসা খাঁ’, সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।