অপু বিশ্বাসের রূপের রহস্য কী!

বিনোদন ডেস্ক : ভক্তরা তাঁকে ঢালিউড কুইন বলেন। আজকাল অবশ্য শুটিং কম; বরং সব সময় সাবেক স্বামী শাকিব খান আর সন্তান আবরাম খান জয়কে নিয়েই বেশি ব্যস্ত থাকেন অপু বিশ্বাস। এর মধ্যে কখনো কখনো চলে আসে সাবেক শাশুড়ি, ননদের গল্পও। পাশাপাশি শাকিব খানের সন্তান বীরের মা অভিনেত্রী শবনম বুবলীকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে এবার শাকিব, জয়, বুবলীর প্রসঙ্গকে একটু পাশে রেখে বললেন নিজের রূপের রহস্য নিয়ে।

এক গণমাধ্যমকর্মীর প্রশ্নে নিজের রূপের রহস্য নিয়ে বলতে গিয়ে অপু জানান, সবার ভালবাসা এবং নিজের মধ্যে সঠিক কনফিডেন্সটাই তাকে আরও সুন্দর করে তোলেছে।

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পরীমণি

একসময়ের বাংলা সিনেমায় আলোচিত নাম ছিল অপু বিশ্বাস। তখন ঢালিউডে সিনেমা মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটি। অনুরাগীরও অপেক্ষায় থাকতেন, কখন জনপ্রিয় এই দুই তারকার নতুন সিনেমা আসবে। শাকিব-অপুর সিনেমা মানেই হলভর্তি দর্শক, প্রযোজক, পরিচালক, পরিবেশকের মুখে হাসি। সেই দিন আজ অতীত!