ঢাকাই মেগাস্টার শাকিব খান। আজ শুক্রবার (২৮ মার্চ) জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪-এ পা দিলেন নায়ক। ক্যারিয়ারে রয়েছে তার অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বলা যায়, এই মুহূর্তে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিজে একচেটিয়া রাজত্ব তার।
তবে শাকিব খানের ব্যক্তিগত জীবন বেশ আলোচনায়। ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি। যদিও এই দুই নায়িকা শাকিবের জীবনে এখন অতীত। এদিকে আবার শাকিব খানকে নিয়ে তাদের এক অপরের দ্বন্দও লেগে থাকে। তবে খানিকটা ব্যতিক্রম দেখা গেল; আর কেনই বা হবে না, নায়কের জন্মদিন বলে কথা!
জন্ম তারিখ পড়তেই শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অপু-বুবলী দুজনেই; সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীর প্রশংসা করে জানিয়েছেন শুভেচ্ছা।
যেমন, সিনেমার দৃশ্যে দুজনের ফ্রেমবন্দি একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।
এদিকে প্রাক্তন স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
অপু-বুবলীর দুজনের পোস্টেই শাকিব ভক্তদের ভালোবাসা প্রকাশ ছিল দেখার মতো। নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারা। তবে অপু-বুবলীর প্রসঙ্গ টেনে অনেকে মজাও করেছেন।
ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’।
এদিকে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’। ইতোমধ্যে ছবিটি মুক্তির প্রস্ততি প্রায় অনেকটাই এগিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।