
বিনোদন ডেস্ক : রিয়াজের সঙ্গে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে পূর্ণিমার। আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
রুপালি পর্দার পাশাপাশি পূর্ণিমার গ্ল্যামারে উজ্জ্বল হয়েছে ছোট পর্দাও। এখানে নাটক-টেলিছবিসহ নানা অনুষ্ঠানে তিনি হাজির হয়ে দর্শক মাতিয়েছেন। উপস্থাপক পূর্ণিমাও সফল হয়েছেন আরটিভির ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে।
তবে মাঝখানে অনেকটা সময় তিনি সবরকম অভিনয় থেকেই দূরে ছিলেন। তাকে কোথাও দেখতে না পারার আফসোস ভক্তদের আহত করেছে। তবে সুখবরটা হলো বিরতি কাটিয়ে ফিরছেন তিনি।
আসছে কোরবানির ঈদে পূর্ণিমাকে দেখা যাবে একটি নাটকে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকের নাম ‘সাবলেট’। এখানে সুহাসীনি পূর্ণিমা জুটি বেঁধেছেন ‘বড় ছেলে’খ্যাত অভিনেতা অপূর্বর সঙ্গে।
পূর্ণিমা নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বেশ চমৎকার একটি গল্প। এর ভাবনাটা ইউনিক। দর্শকের মনে দাগ কাটবে গল্পটি।’
আসছে ঈদের ৫ম দিন (১৬ আগস্ট) রাত ৯টায় নাটকটি প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে। আর এটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে একই দিনের রাত ১০টা থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।