স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে একগাদা রেকর্ড গড়া সাকিব গড়েছেন আরও একটি অনন্য রেকর্ড। ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন তিনি।
সাকিব রেকর্ডটি গড়েছেন বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি অর্ধ-শতক হাঁকানোর দিক থেকে। ৭টি অর্ধ-শতক নিয়ে শচীন এতদিন এককভাবে ছিলেন এক আসরে সবচেয়ে বেশি অর্ধ-শতক হাঁকান ক্রিকেটারদের তালিকার শীর্ষে। এবার তার পাশে বসেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।
শচীন তার কীর্তি গড়েছিলেন ২০০৩ বিশ্বকাপে। সেবার তিনি হাঁকিয়েছিলেন ৭টি অর্ধ-শতক। দ্বাদশ বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামা সাকিব দাঁড়িয়ে ছিলেন শচীনকে ছোঁয়ার অপেক্ষায়। পাকিস্তানের ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের অন্যরা সফল না হলেও সাকিব ব্যাট হাতে এবারো স্বমহিমায় উজ্জ্বল। ক্যারিয়ারের ৪৭তম অর্ধ-শতক হাঁকিয়ে সাকিব বিশ্বকাপের চলতি আসরে নিজের অর্ধ-শতকের সংখ্যা নিয়ে যান ৭ এ।
একইসাথে সাকিব আবারো উঠেছে চলতি বিশ্বকাপের রান সংগ্রাহকদের শীর্ষে। যদিও দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় আসরে এটিই তার শেষ ম্যাচ। তাই শীর্ষ পাঁচে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও জো রুট পাবেন সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। কারণ তাদের দল ইতোমধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনাল।
এই প্রতিবেদন লেখার সময় এবারের আসরে সাকিবের রান ৫৯৯। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার দিক থেকে যা তৃতীয়। অপরাজিত সাকিব এই ম্যাচেই পাবেন দুইয়ে থাকা ম্যাথু হেইডেন (৬৫৯ রান, ২০০৭ সালে) ও শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারকে (৬৭৩ রান, ২০০৩ বিশ্বকাপে) ছাড়িয়ে যাওয়ার সুযোগ। প্রসঙ্গত, ২০০৩ সালে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি অর্ধ-শতকের (যে রেকর্ড সাকিব আজ স্পর্শ করেছেন) রেকর্ডটি শচীন গড়েছিলেন ১১ ইনিংস খেলে। আর আসরে নিজের শেষ ম্যাচে সাকিব খেলছেন কেবল ৮ম ইনিংস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।