অনেক সময় আমাদের জিমেইল অ্যাকাউন্ট এ এত মেসেজ জমে যায় যে বিষয়টি রীতিমত বিরক্তির কারণ হয়ে দাড়ায়। সহজ উপায় অবলম্বন করে জিমেইল এর অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করে দেওয়া সম্ভব। মোবাইল বা ডেস্কটপ যেকোনো ডিভাইস থেকেই আপনি এ কাজ করতে পারেন।
আপনি ডেস্কটপ ব্রাউজারে Gmail ব্যবহার করার সময় আপনার ইনবক্সের একেবারে উপরে “সিলেক্ট অল” টুল ব্যবহার করে আপনার ইনবক্সের সবকিছু দ্রুত মুছে ফেলতে পারেন। এটিতে একবার ক্লিক করুন, এবং প্রথম 100টি ইমেল (আপনার ইনবক্সের প্রথম পৃষ্ঠায় সবকিছু) অটোমেটিক নির্বাচিত হয়ে যাবে৷
আপনি যদি আপনার ইনবক্সের সবকিছু সিলেক্ট করতে চান তাহলে ইনবক্সে এর “সিলেক্ট অল”লেখা নোটিশের পাশের লিঙ্কে ক্লিক করুন। আপনার ইনবক্স এ হাজার হাজার মেইল থাকলেও সব একসাথে ডিলিট করার সুযোগ থাকবে।
আপনি ডিলিট আইকনে ক্লিক করলে সব মেসজে বিন ফোল্ডারে চলে যাবে। সেখান থেকে ৩০ দিনের মধ্যে সব মেসেজ ডিলিট করে দেওয়া হবে। আর্কাইভ বাটন ব্যবহার করে মেসেজসমূহ আর্কাইভে পাঠিয়ে দিতে পারবেন।
মোবাইলের জিমেইল এপ্লিকেশন থেকেও আপনি মেসেজ ডিলিট করতে পারবেন। তবে ‘সিলেক্ট অল’ অপশন ব্যবহার করার ফিচার এখানে নেই। আপনাকে ম্যানুয়ালি একাধিক জিমেইল মেসেজ নির্বাচন করতে হবে। এরপর ডিলিট অপশন ব্যবহার করে সব বার্তা মুছে দিতে পারবেন। তবে মোবাইল থেকে ডেস্কটপে এই কাজ করাই বেশি সুবিধাজনক।
আপনি শুধুমাত্র Gmail বা আপনার সম্পূর্ণ Google অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে তা করতে পারেন৷ আপনি শুধুমাত্র Gmail ব্যবহার না করলেও ইউটিউব, মানচিত্র এবং ড্রাইভের মতো অন্যান্য গুগল পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।