আধুনিক সময়ে এসে প্রায় সবাই কম্পিউটার ব্যবহারে দক্ষ হয়ে উঠেছেন। যাদের কম্পিউটার নেই তাদের অন্তত স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্টফোন বা কম্পিউটারে অধিকাংশ ব্যবহারকারীই ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। ব্যবহারকারীরা অনেকেই খেয়াল করেছেন, ইন্টারনেট সংযোগ না থাকলে ডাইনো গেম হাজির হয়।
এই গেমের বিশেষত্ব হচ্ছে, এটি ডাউনলোড করার প্রয়োজন হয় না। মূলত স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বা সংযোগ না পেলে চলে আসে ডাইনো গেমটি। আর পরবর্তীতে যতক্ষণ না ইন্টারনেট সংযোগ আসে, ততক্ষণ পর্যন্ত খেলা যায় গেমটি। ফলে আধুনিক বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ডাইনো গেম।
ডিসপ্লেতে গেমটি আসার পর ডাইনোসরের ওপর ক্লিক করলে বা কি-বোর্ডের স্পেসবার চাপলেই দৌড়াতে থাকে ডাইনোসরটি। দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময় সামনে অনেক বাধা-বিপত্তি পার হতে হয়। সেসব পার হতে পারলেই জমা হয় পয়েন্ট, আর না পারলে ওখানেই গেম শেষ হয়ে যায়।
এভাবে যতই এগিয়ে যেতে থাকে ডাইনোসরটি, ততই বাধার পরিমাণ বেশি হতে থাকে। আর যতক্ষণ না ইন্টারনেট সংযোগ আসে, ততক্ষণ এভাবে খেলতে খেলতে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই গেমটি কীভাবে শুরু হলো―তা কি জানি আমরা?
গুগল ব্লগের এক পোস্টে জানা গেছে, ২০১৪ সালের শুরুতে ডাইনো গেমটি তৈরির পরিকল্পনা করেন ক্রোম ইউএক্সের টিম মেম্বার সেবাস্তিয়ান গ্যাব্রিয়েল, অ্যালান বেটস ও এডওয়ার্ড জং। আর একই বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় গেমটি।
সেবাস্তিয়ান গ্যাব্রিয়েল এ ব্যাপারে জানিয়েছেন, প্রথমে এই প্রোজেক্টের নাম দেয়া হয়েছিল প্রোজেক্ট বোলান। টি. রেক্স নামের একটি সংগীত ব্যান্ডের প্রধান ভোকাল মার্ক বোলানের নামে এর নামকরণ করা হয়েছিল। পরে গেমটির ফাংশনের রেফারেন্স হিসেবে ডাইনোসর থিম বেছে নেয়া হয়। মূলত, আপনার যন্ত্রটিতে যখন ইন্টারনেট সংযোগ না থাকবে তখন প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়ার কথা মনে করিয়ে দেয়ার জন্যেই তৈরি করা হয়েছে এই গেমটি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.