আন্তর্জাতিক ডেস্ক : অফশোর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে ডেনমার্ক। গত বছর নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ৪৭ শতাংশই আহরণ করেছে বায়ু থেকে। ।বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয় দেশটি।
দেশটির গ্রিড অপারেটর এনার্জিনেটের প্রতিবেদন অনুযায়ী, গত বছর নিজেদের প্রয়োজনের ৪৭ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বায়ু থেকে। একই প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে তা ছিল ৪১ শতাংশ। তবে ২০১৭ সালে ছিল ৪৩ শতাংশ।
প্রসঙ্গত, বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষে রয়েছে ইউরোপের দেশগুলো। এ খাতে ডেনমার্কের নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ড। দেশটি ২০১৮ সালে বায়ুবিদ্যুৎ উৎপাদন করেছিল ২৮ শতাংশ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত বছর নিজেদের মোট বিদ্যুতের মাত্র ১৪ শতাংশ আহরণ করেছে বায়ু থেকে।
দেশটির উত্তর সাগরে গত বছরের আগস্ট থেকে হর্নস রেভ থ্রিতে বায়ুবিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এটি দেশটির বায়ুবিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়তে সহায়তা করেছে। এখানে অফশোরে ২০১৮ সালের তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৪ থেকে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে দেশটির অনশোরে গত বছর বায়ুবিদ্যুৎ উৎপাদন হয়েছে ২৯ শতাংশ।
খবর : দ্য ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।