আন্তর্জাতিক ডেস্ক : ভালো বেতনের চাকরি পেয়েও যোগদানের প্রথমদিনই চাকরি ছেড়েছেন এক যুবক। তার অভিযোগ, বাসা থেকে অফিসের দূরত্ব বেশি। এমন ঘটনাই ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবক জানিয়েছেন, প্রথম দিনেই চাকরিতে গিয়ে তিনি বুঝেছেন তাঁর বাসা থেকে গুরুগ্রাম এলাকায় আসা-যাওয়া করলে তার হাতে দিনে মাত্র ৩ ঘণ্টা সময় অতিরিক্ত থাকছে। বাড়ি ছেড়ে গুরুগ্রামে গিয়ে বসবাস করাও তার পক্ষে সম্ভব নয়। তাই পরিস্থিতির বিবেচনা করে ওই যুবক চাকরির প্রথম দিনেই পদত্যাগপত্র দিয়েছেন।
ওই যুব যুবক লেখেন, ভালো সংস্থায় ভালো আয়ের চাকরি পেয়েছিলাম। বেশ কয়েক ধাপ ইন্টারভিউ রাউন্ড পেরোনোর পর সংস্থার তরফে আমাকে নির্বাচন করা হয়। প্রথমে চাকরি পেয়ে আমি বেশ খুশি ছিলাম, তবে প্রথমদিন গিয়েই বুঝতে পারি এতো দূর থেকে যাতায়াত করা আমার পক্ষে সম্ভব নয়। সারাদিনে আমি মাত্র ৩ ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছিলাম সে দিন। ৫ হাজার রুপির ওপরে যাতায়াতে খরচ হয়েছিল। তাই পদত্যাগ করলাম এক প্রকার বাধ্য হয়ে।
এই পোস্ট মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়ে। তাদের মত, চরম প্রতিযোগিতার বাজারে এখন চাকরি পাওয়া ভীষণ কঠিন। ভালো চাকরি পেয়েও ছেড়ে দেয়া একদমই ঠিক কাজ হয়নি। অনেকে আবার লিখেছেন, অর্ধেক দিল্লির বাসিন্দা রোজ কর্মসূত্রে গুরুগ্রামে আসেন।
এমন প্রতিক্রিয়া দেখার পর ওই যুবক তাঁর ভুল বুঝতে পেরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দেওয়া আগের পোস্ট সম্পাদনা করে তিনি লেখেন, আমি ভুল করেছি। আমি জানতাম না যে, মানুষ এত দূর গিয়ে চাকরি করে। পরবর্তীতে কোনো চাকরি পেলে আমি ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।