জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশনের বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। এসময় তিনি ভোটের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় আড়াইহাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল পৌনে ১০টার দিকে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট পরিদর্শনে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
ভোটকেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে তার কাছে সাংবাদিকরা ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, ‘অবজার্ভিং অনলি, নো কমেন্টস (শুধু পর্যবেক্ষণ করছি, কোনো মন্তব্য নয়)।
তবে দূতাবাসে কর্মরত বাংলাদেশিদের পর্যবেক্ষক বানানোর ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত হলেও কেবল ব্রিটিশ নাগরিকদেরই পর্যবেক্ষক হিসেবে কাজের সুযোগ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।