জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে অবতরণের সময় বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভো এয়ার এয়ারলাইনসের একটি বিমানের চাকা ফেটে গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হওয়ায় বিমানে থাকা ৩৩ যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
রবিবার(১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
রবিবার সকাল ৯ টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহমখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে নভো এয়ারের এই বিমানটি। শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় পেছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।
সিভিল এভিয়েশনের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দর রাজশাহীতে অবতরণ করার সময় পেছনের একটি চাকা ফেটে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, অল্প সময়ের মধ্যেই যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
এদিকে, নভো এয়ারে যেসব যাত্রীর ঢাকায় যাবার কথা ছিল তারা কিছুটা বিলম্বে যেতে পেরেছেন। চাকা ফেটে যাবার কারণে প্রায় ৩ঘন্টা বিলম্বে তাদের ঢাকায় পৌঁছাতে হয়েছে।
শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান জানান, নভো এয়ারের বিমানটি যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। দুপুর ১টা ৩৫ মিনিটে বিকল্প বিমান এসে যাত্রীদের ঢাকায় নিয়ে গেছে। এছাড়া চাকা সারানোর পর ক্ষতিগ্রস্ত বিমানটিও ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।