স্পোর্টস ডেস্ক : আইপিএলের দল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলার সময় সতীর্থ মোস্তাফিজুর রহমানকে তিনি মানতেন কোচ হিসেবে। মোস্তাফিজের কাছ থেকে শিখেছিলেন স্লোয়ার ও কাটার, যা দিয়ে নজর কেড়ে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটাও পূরণ করেছেন। সেই তিনিই আবার পরবর্তীতে পথ হারিয়েছেন। সবশেষ আইপিএলের নিলামে তো দলই পাননি। তবে অবশেষে কপাল খুলেছে তার। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি। গল্পটা চেতন সাকারিয়ার।
কলকাতার গতি তারকা উমরান মালিক চোটের কারণে ছিটকে গেছেন। যে কারণে তার বিকল্প কাউকে প্রয়োজন ছিল দলটির। তবে সেই ক্রিকেটারকে পেতে বাড়তি টাকা গুনতে হয়নি দলটিকে। উমরানকে কেনা ৭৫ লাখ রুপিতেই চেতন সাকারিয়াকে দলে ভেড়াচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চেতন ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম আইপিএলেই বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেবার মোট ১৪ উইকেট শিকার করেছিলেন এই পেসার। পরবর্তীতে ভারতীয় দলে ওয়ানডেতে অভিষেকে ২ উইকেট আর টি-টোয়েন্টির অভিষেকে পান ১ উইকেট।
পরে দল পাল্টে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। পুরো আসরে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চেতন। পরের বছরে আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন মাত্র ২ ম্যাচ। যে কারণে তাকে নিয়ে সবশেষ নিলামে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সেই তাকেই কিনে নিয়েছে কলকাতা। এখন নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই বোলার সেটাই এখন দেখার।
উল্লেখ্য, আগামী শনিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কলকাতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।