বিনোদন ডেস্ক : সেলেব্রিটিরা কবে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, তা জানতে সবসময়ই উৎসুক থাকেন সাধারণ মানুষ। তার থেকেও বেশি নজর থাকে কে, কবে কাকে বিয়ে করছেন। আর যে সেলেব্রিটির প্রতি বেশিরভাগ দর্শক ‘ক্রাশ’ খান অর্থাৎ এলিজিবেল ব্যাচেলর সেলেব্রিটির বিয়ে নিয়ে আগ্রহ আরও বেশি থাকে। এই মুহূর্তে অন্যতম এলিজিবেল ব্যাচেলর হলেন ‘বাহুবলী’ প্রভাস। কবে বিয়ে করছেন তিনি? আর কাকেই বা করছেন? প্রশ্ন সবার।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, বিয়ের আগে ‘সাহো’ই নাকি প্রভাসের শেষ সিনেমা। তারপরই বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রী আমেরিকার। শ্বশুরমশাই ব্যবসায়ী। সম্প্রতি প্রভাসের বোন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আপকামিং মুভি নিয়ে এখন খুবই ব্যস্ত আছেন বাহুবলী। তাই বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
তিনি আরও জানান, এই বিয়ের জন্য তাঁরা অপেক্ষা করছেন এবং ভীষণ উত্তেজিতও। যদিও আগে শোনা গিয়েছিল যে ‘বাহুবলী’ নায়িকা অনুষ্কা শেট্টির সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রভাস। তিনি অবশ্য নিজে এখনও বিয়ে নিয়ে মুখ খোলেননি। উল্লেখ্য, ‘সাহো’তে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।