আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। খবর বিবিসি ও সিএনএনের।
রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন রাশিয়া, বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে। তবে তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে। ওই নিরপেক্ষ অবস্থানের অন্তর্ভুক্ত থাকবে ‘বেসামরিকীকরণ’।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন, কিন্তু রাশিয়ার শর্তে তিনি আলোচনায় বসতে সম্মত হবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আলোচনার ভেন্যু হিসেবে মিনস্ক গুরুত্বপূর্ণ। কারণ ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে সংঘাত অবসানের চেষ্টায় এই মিনস্কেই একটা চুক্তি সই হয়েছিল।
রাশিয়া বরাবরই বলে আসছে তারা চায় না, ইউক্রেন কখনই ন্যাটোতে যোগদান করুক।
তিনি বলেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত, নিপীড়নমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সময়ে ইউক্রেনের নাগরিকেরা নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন।
অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকে বসতে চায় রাশিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
শি জিনপিংকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দীর্ঘদিন ধরে রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ অস্বীকার করে আসছে। বারবার তারা অঙ্গীকার লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো পূর্বমুখী সামরিক সম্প্রসারণ করেছে। এতে রাশিয়ার কৌশলগত গুরুত্ব হুমকিতে পড়েছে।তবে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকে রাজি হয়েছেন পুতিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।