বিনোদন ডেস্ক: সিনেপাড়ায় জোর গুঞ্জন—আর হয়তো একই ফ্রেমে দেখা মিলবে না ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে! চাউর—সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে নতুন মুভিতে আসবেন শাকিব। আর এতেই প্রথম গুঞ্জনটা ছড়িয়েছে আগুন গতিতে।
শাকিব ও বুবলীর সর্বশেষ মুভি ‘বিদ্রোহী’ (২০২২)। তবে তার নির্মাণকাজ বছর চারেক আগের। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বীর’ সিনেমায় তারা একসঙ্গে পর্দায় এসেছিলেন।
আর ২০২১ সালের মার্চে ‘লিডার : আমিই বাংলাদেশ’ মুভিতে তারা সর্বশেষ চুক্তিবদ্ধ হন। কাজও করেন। এরপর দুজনই আলাদা সহশিল্পীর সঙ্গে ব্যস্ত হয়েছেন ক্যামেরায়।
কিন্তু দুজনই দুজনকে যেন এড়িয়ে যাচ্ছেন। নতুন কোনো চুক্তিতেও থাকছেন না তারা।
তাহলে কি শাকিব-বুবলী আর একসঙ্গে ক্যামেরার সামনে আসবেন না? এই প্রশ্নের ছোট্ট উত্তরটা হচ্ছে—হ্যাঁ, আসবেন। আর তা এ মাসেই।
আরও নির্দিষ্ট করে বললে চলতি সপ্তাহেই তারা মুখোমুখি হবেন। কারণটা সর্বশেষ মুভি ‘লিডার : আমিই বাংলাদেশ’। সিনেমার একটি গানে অভিনয় করবেন তারা।
এর মাধ্যমে ১০ মাস পর সিনে ক্যামেরার সামনে দাঁড়াবেন ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান।
শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ‘লিডার : আমিই বাংলাদেশ’র পরিচালক তপু খান। তবে নির্দিষ্ট করে দিনক্ষণটা বলতে চাচ্ছেন না তিনি।
এ নির্মাতা বলেন, ‘আমরা দ্রুতই শুটিং শুরু করব। শাকিব খান ঢাকায় ফেরার পর তিনি তার ইঙ্গিতও দিয়েছেন। একটি গান হলেই মুভিটির কাজ শেষ হবে।’
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ঢাকায় দুদিনের শুটিং হবে। আর তাতে টানা কাজ করবেন শাকিব-বুবলী।
অন্যদিকে গত ৪ সেপ্টেম্বর একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন শাকিব খান। যেখানে অংশ নেন নুসরাত ফারিয়া।
নিজের ফেরা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। দেশ ও দেশের বাইরের সিনেমার কাজ হাতে রয়েছে। নিজেকেও সে কারণে নতুন করে প্রস্তুত করেছি।’
জানা যায়, আপাতত দুটি মুভি মুক্তির অপেক্ষায় আছে শাকিবের। এগুলো হলো ‘অন্তরাত্মা’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’।
এ নায়ক নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘মায়া’ ও ‘রাজকুমার’ নামের সিনেমা তৈরি করছেন। এগুলোর নির্মাতা হিমেল আশরাফ।
অন্যদিকে ২০১৬ সালে পর্দায় অভিষেক হয় বুবলীর। সঙ্গে ছিলেন শাকিব খান। একে একে ১১টি সিনেমায় অভিনয় করেন তারা। বেশিরভাগ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে ‘লিডার : আমিই বাংলাদেশ’র শুরুর পরই এ জুটি আলাদা হতে শুরু করে। শোনা যায়, এতে শাকিব খানের ইচ্ছেটাই বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।