জুমবাংলা ডেস্ক : অবশেষে করোনাভাইরাসে আক্রান্তের হার কমতে শুরু করেছে। চীনের উহান শহর ‘তালাবদ্ধ’ করার তিন সপ্তাহ পর এমন আশাব্যঞ্জক খবর এলো।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। হুবেই প্রদেশেরচীনের ন্যাশনাল হেলথ কমিশন আজ জানিয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯ জন। যেখানে আগের দিন এ সংখ্যা ছিল ২ হাজার ৬৪১। নতুন করে মৃত্যু হয়েছে ১৪২ জনের, যা আগের দিনের চেয়ে মাত্র একজন কম। এর মধ্যে চার জন বাদে সব মৃত্যুই হুবেই প্রদেশে।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে প্রথম করোনাভাইরাস ছড়ায় বলে ধারণা করা হচ্ছে। ভাইরাসটি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার পরপরই ২৩ জানুয়ারি থেকে উহার শহর সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। এরপর এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানোই চীন সরকারের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এর ফলে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাত যেভাবে ব্যাহত হচ্ছে দীর্ঘমেয়াদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
চীনের হেলথ কমিশনের হিসাবে, করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ৬৮ হাজার ৫০০ জন, আর মৃত্যু ১ হাজার ৬৬৫। এর বেশিরভাগই হুবেই প্রদেশের। মূল চীনা ভূখণ্ডের বাইরে অন্তত দুই ডজন দেশ ও এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০। এবং মৃত্যু হয়েছে চার জনের। এর মধ্যে জাপান, হংকং, ফিলিপাইনস এবং সর্বশেষ গতকাল শনিবার ফ্রান্সে একজন করে মারা গেছেন। ফ্রান্সের প্যারিস হাসপাতালে মারা যাওয়া ওই ভাইরাস আক্রান্তের বয়স ছিল ৮০ বছর। তিনি চীনা পর্যটক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অ্যানিয়েস বুজোঁ বলেছেন, ভাইরাসের সম্ভাব্য ব্যাপক বিস্তার ঠেকাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত করতে হবে। এরই মধ্যে ফ্রান্সে পর্যন্ত এ ভাইরাস ছড়িয়ে গেছে।
এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রেসিডেন্ট শি জিন পিংকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে লিখেছে, এ মহামারী সামলাতে চীনের ঐক্যবদ্ধ নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।
অবশ্য এক দিনের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য কমার ভিত্তিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এসেছে এমনটি বলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।