স্পোর্টস ডেস্ক: একঘরে হয়ে গেছেন রাসেল ডমিঙ্গো, কাজ খুঁজে পাচ্ছেন আনা এই প্রোটিয়ান কোচ, টাইগারদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পথে ডমিঙ্গোর; সংবাদ মাধ্যমে গত কিছুদিন ধরে এই ধরনের খবরই ভেসে বেড়াচ্ছিল। যার কারনে এই প্রোটিয়ান কোচের ভবিষ্যৎ এবং এশিয়া কাপে বাংলাদেশের কোচ কে হচ্ছেন? এই ধরনের প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল।
ডমিঙ্গোকে সঙ্গে নিয়ে সব প্রশ্নেরই উত্তর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-টোয়েন্টি দলের হেডকোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রোটিয়ান কোচ ডমিঙ্গোকে। ক্ষুদ্রতম ফরম্যাটটিতে নতুন করে কোনো হেডকোচেরও নিয়োগ দেয়নি বিসিবি। ফলে আসন্ন এশিয়া টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে হেডকোচ ছাড়াই খেলতে যাবে বাংলাদেশ।
নাজমুল হাসানের ভাষ্যে, ‘আমরা টি-টোয়েন্টির জন্য একজন টেকনিক্যাল কনসালটেন্ট, শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছি। ডমিঙ্গোকে আমরা টি-টোয়েন্টি থেকে আলাদা করেছি।’
হেডকোচ বলতে এখন পর্যন্ত কেউ নাই (এশিয়া কাপে)। এখানে আমাদের ব্যাটিং কোচ আছে, আমাদের স্পিন, ফাস্ট বোলিং কোচ আছে। আমাদের ফিল্ডিং কোচ, অধিনায়ক আছে। আমরা টেকনিক্যাল কনসালটেন্ট আছে সে গেমপ্ল্যান দেবে। গেমপ্ল্যানও যদি সে দেয় তাহলে হেডকোচ আর কী করবে।
সেখানে সবাই আছে। আমাদের টিম ডিরেক্টর আছে। জালাল ভাই থাকছে, আমি থাকছি এবার। আর কী?’
সেক্ষেত্রে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন টি-টোয়েন্টি ফরম্যাটের কোচিং স্টাফে সঙ্গে সদ্য যোগ দেওয়া শ্রীধরন শ্রীরাম। এছাড়াও দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পাশাপাশি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি সভাপতি স্বয়ং থাকবেন বলে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।