বিনোদন ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এদিন ঢাকায় একটি অনুষ্ঠানে যোগও দেন তিনি। ভক্ত-অনুরাগীরা ভেবেছিল মঞ্চ মতাবেন এই তারকা নৃত্যশিল্পী। কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেও হতাশ হতে হয় তাদের।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মঞ্চে উঠলেও নাচেননি নোরা ফাতেহি। তাই অনুষ্ঠান শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফেরেন তারা। এই হতাশা গোপনও রাখেননি অনেকে।
ভক্ত-অনুরাগীদের এমন হতাশ প্রতিক্রিয়ার পর মঞ্চে নোরা নাচা না নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরা ফাতেহি’র পারফর্ম করার অনুমোদন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।
এর আগে নানা নাটকীয়তার পর নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মুক্তির দিনেই চমক, বক্স অফিস দখলে নিল অজয়ের বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ২’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।