অবশেষে প্রেক্ষাগৃহে আজ ‘দরদ’

সিনেমা দরদ

বিনোদন ডেস্ক : অবশেষে বহুল আলোচিত সিনেমা দরদ মুক্তি পাচ্ছে আজ। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের এই সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

সিনেমা দরদ

নির্মাতা জানিয়েছেন বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। বাংলাদেশে প্রায় ৭০টি সিনেমা হলে ছবিটি মুক্তির বিষয় চূড়ান্ত হয়েছে।

সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন, ‘দেশের পরিস্থিতি এখন অন্যরকম, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল না। আগের অবস্থার সঙ্গে এখনকার সময় তুলনা করলে হবে না। তবু আমরা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি, কলকাতায় বড় করে প্রচার চলছে।’ সিনেমার গল্প প্রসঙ্গে জানা গেছে, বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। দরদ সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও। ১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে।

মায়াময় ছবি দিয়ে রণবীরকে দীপিকার উইশ

সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।