স্পোর্টস ডেস্ক : সুযোগ পেয়েছিলেন আরো বড় লিগে খেলার। কিন্তু ভিসা জটিলতায় চাইনিজ তাইপের লিগে খেলতে যাওয়া হয়নি জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের। তাইপের লিগে খেলবেন বলে ফিরিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলার প্রস্তাব। শেষ পর্যন্ত অবশ্য ভারতীয় লিগটিতেই খেলতে যাচ্ছেন সাবিনা।
ইন্ডিয়ান উইমেন্স লিগের ২০১৮-১৯ মৌসুমে গকুলাম কেরালার হয়ে খেলবেন সাবিনা। সবকিছু চূড়ান্ত হওয়ার পর সোমবারই দেশ ছাড়তে যাচ্ছেন তিনি। সন্ধ্যায় ধরবেন ভারতের বিমান।
গেলবারও এই আসরে খেলেছিলেন সাবিনা। সেবার সেথু এসফিতে তার সঙ্গী ছিলেন নারী ফুটবল দলের আরেক তারকা কৃষ্ণা রানী সরকার। এবার অবশ্য অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কৃষ্ণাসহ অন্য সবাই ব্যস্ত শিডিউলে ছিলেন। সিনিয়র জাতীয় দলের সদস্য সাবিনা অবশ্য ঠিকই সুযোগ করে নিলেন।
গেলবারের ক্লাব সেথুই পেতে চেয়েছিল সাবিনাকে। কিন্তু চাইপের লিগে যাবেন বলে তাদের প্রস্তাব ফিরিয়ে দেন সাবিনা। সেথুর জার্সিতে গেলবার ৭ গোল করেছিলেন সাবিনা।
ভারতের মেয়েদের লিগটি এবার অনুষ্ঠিত হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানায়। একদিন আগেই শুরু হয়ে গেছে আসর। মোট ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে।
সাবিনার দল গকুলাম কেরালা উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল। জয় দিয়েই নিজেদের মিশন শুরু করেছে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।