স্পোর্টস ডেস্ক : রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দারুন পারফর্ম করেছেন আকবর আলি। ৭৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন এই মারকুটে ব্যাটসম্যান।
জাতীয় দল কিংবা অনূর্ধ্ব দলের ম্যাচ হোক, বাংলাদেশ সবার বিপক্ষে ভালো খেলার পর ভারতের বিপক্ষে এসে যেন কোন অলৌকিক কারণে হেরে যাচ্ছিলো।
এশিয়া কাপের ফাইনাল, কিংবা নিদাহাস ট্রফির ফাইনাল। আবার টি-টুয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক। কিংবা অনূর্ধ্ব ১৯ দলের এশিয়া কাপের কথাই হোক। ভারতকে চেপে ধরে একটা সময় জয়ের সম্ভাবনা জাগালেও শেষে বাংলাদেশেই হেরেছে।
তবে সব কিছুরই একটা শেষ আছে। সেই শেষটাই এবার হল বিশ্ব জয়ের মধ্য দিয়ে। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তেমনই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছে টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।