আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে জাপানের ফুজি পর্বতে তুষারপাত শুরু হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার থেকে ফুজিতে চলতি মৌসুমের প্রথম তুষারপাত হয়। ১৩০ বছর আগে রেকর্ড রাখা শুরুর পর সেখানে তুষারপাতে এতটা দেরি হয়নি কোনো বছর।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতিবছর অক্টোবরের শুরুর দিকেই ব্যাপক হারে তুষারপাত শুরু হয় ফুজি পর্বতে। গত বছর ৫ অক্টোবর থেকে ফুজি পর্বতে তুষারপাত শুরু হয়। কিন্তু এ বছর তুষার পড়ার জন্য ৭ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হলো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়া বিরাজ করার কারণে এমন দেরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোফুর স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ফুজি পর্বতের চূড়া তুষারে ঢেকে যায়। ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু ফুজি পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
জাপানে এ বছর উষ্ণতম গ্রীষ্মকাল কেটেছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গত জুন ও আগস্টে অন্য বছরগুলোর গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৭৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। সেপ্টেম্বর মাসও ছিল অন্যান্য বছরের একই সময়ের তুলনায় উষ্ণ।
গত অক্টোবরে গরম কিছুটা কম হলেও অন্যান্য বছরের তুলনায় বেশ উষ্ণ ছিল আবহাওয়া। ৬ নভেম্বর পর্যন্ত ফুজি পর্বতে তুষারপাত না হওয়া বিরল ঘটনা। ১৮৯৪ সালে রেকর্ড রাখতে শুরু করার পর এবারই দীর্ঘ সময় মাউন্ট ফুজি তুষারবিহীন থাকার ঘটনা ঘটল। এর আগে ফুজি পর্বত তুষারবিহীন থাকার রেকর্ড হয়েছিল ২৬ অক্টোবর পর্যন্ত– যা ঘটেছে দুই বার, ১৯৫৫ ও ২০১৬ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।