জুমবাংলা ডেস্ক : এমপি মাশরাফিকে নিয়ে মন্তব্য করা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ক্যান্সার বিশেষজ্ঞ এ কে এম রেজাউল করিমের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ আদেশ জারি করে।
গত ২৫ এপ্রিল মাশরাফি বিন মতুর্জা নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন। এসময় চিকিৎসকদের অনুপস্থিতি সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মাশরাফির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেন চমেকের শিশু, হেমাটোলজি ও অনকোলজি বিভাগের ওই অধ্যাপক। এরপরই তাকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।
এরপর গত ৬ জুন (বৃহস্পতিবার) তাকে ওই হাসপাতালে যোগ না দেওয়ার কারণে একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তবে এ বদলির কারণে ভোগান্তিতে পড়ে রোগীরা।
তবে পরবর্তীতে বদলি প্রসঙ্গে রেজাউল করিমের কাছে কল দিয়ে দু:খ প্রকাশ করেন মাশরাফি। সেসময় বদলি আদেশ স্থগিতের আশ্বাসও দেন তিনি। এরই জের ধরে গত ৮ আগস্ট তার বদলির আদেশ বাতিল করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



