স্পোর্টস ডেস্ক : মাঠে ফেরা নিয়ে অবশেষে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের পর থেকেই আর খেলার মাঠে দেখা যায়নি ভারতীয় সাবেক অধিনায়ককে। আবার অবসরও নেননি। কবে ফিরবেন, অবসর নিয়েই বা কী ভাবছেন? এই দুই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ধোনি ভক্তদের মনে।
এ অবস্থায় ধোনি জানিয়ে দিলেন, ‘জানুয়ারি পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না।’ মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন ধোনি।
বিশ্বকাপে সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ধোনি। সেনাবাহিনীতে প্রশিক্ষণের কথা জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরিয়ে রাখেন নিজেকে।
এরপর ভারত ঘরের মাঠে মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে। কিন্তু ধোনিকে বিবেচনা করেনি নির্বাচকেরা।
তবে একদিন আগেই ধোনিকে নিয়ে মন্তব্য করেছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তার কথার সারমর্ম হচ্ছে, এখনই বাতিল বলা যাচ্ছে না ধোনিকে। শাস্ত্রী বলেছিলেন, ‘ধোনির অবসর নিয়ে এখনই কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত হবে না। ও কবে খেলা শুরু করে, সেটা দেখার। জাতীয় দলের হয়ে বাকি কিপাররা কেমন পারফর্ম করছে, সেটাও বিবেচ্য হবে। আইপিএল পর্যন্ত সকলে অপেক্ষা করে রয়েছে। আইপিএলের পারফরম্যান্স দেখেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দল বাছাই করা হবে।’
শাস্ত্রীর এই মন্তব্যের পর এবার ধোনি কথা বললেন। সব মিলে ফের ধোনিকে মাঠে দেখতে আশায় বুক বাঁধছেন ভক্তরা। এদিকে মার্চে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ দিয়ে ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলেও গুঞ্জন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।