অবশেষে যেখানে দেখা মিললো নেইমারের

নেইমারের

গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। এরপর থেকেই মাঠে বাইরে রয়েছেন এই তারকা ফুটবলার। ফলে নতুন ক্লাব আল হিলালের হয়ে চলতি মৌসুমে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

নেইমারের

ম্যাচ না খেললেও দলের শিরোপা জয়ের সময় মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা। আল হাজমকে ৪-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে আল হিলাল। দলটিতে যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার।

মেয়েকে নিয়ে আল হিলালের শিরোপা জয় উদযাপনের দিন মাঠে এসেছিলেন নেইমার। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করেছে আল হিলাল। তাতে নেইমারকে বেশ হাসিখুশি অবস্থায় দেখা গেছে।

চলতি মৌসুমে আল হিলাল শিরোপা নিশ্চিত করেছে অপরাজিত থেকে। এখন পর্যন্ত ৩১ ম্যাচের একটিতেও হারেনি তারা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৭।

সেন্সর বোর্ডে সদস্যপদ পেলেন চিত্রনায়িকা পূর্ণিমা

ইনজুরির কারণে আসন্ন কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নেইমার। তাকে ছাড়া দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।