আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে বাধ্যতামূলক যোগদানের জন্য সেনা নিযুক্তির তালিকায় ভুল হওয়ার কথা স্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ।
এসব ভুল শুধরানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা। শিক্ষার্থী, বয়স্ক এবং অসুস্থ মানুষকেও যুদ্ধে যোগদান করতে বলা হচ্ছে উল্লেখ করে রুশ নাগরিকদের বিক্ষোভের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপির।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ সেপ্টেম্বর সেনা সমাবেশের ঘোষণা দেন।
সামরিক বাহিনীর আপৎকালের জন্য মজুত সেনাদের কিছু অংশকে ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। এটিকেই ‘আংশিক সেনা নিযুক্তি’বলা হচ্ছে।
পুতিন বলেন, যাদের যুদ্ধসংশ্লিষ্ট দক্ষতা আছে কিংবা সামরিক অভিজ্ঞতা আছে, শুধু তাদেরই ডাকা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।