Advertisement
পুঁজিবাজার ডেস্ক : রিং সাইন টেক্সটাইল লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ।
সোমবার (১৮ নভেম্বর) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন ডিএসইর একজন পরিচালক।
নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, যেহেতু বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির এমডির শেয়ার বিক্রিতে ৩ বছরের লকইন দিয়েছে। তাই ডিএসই বোর্ড কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, ১০ টাকা দামের ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করেছে রিং সাইন টেক্সটাইল। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।