দাপ্তিরকভাবে ব্যাখ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কি লিখেছেন তা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় তাকে জানায়নি বলেও জানান আসাদুল ইসলাম।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ তার লিখিত বক্তব্যে জানান, তৎকালীন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করা হয়। রিজেন্ট ইস্যুতে মন্ত্রণালয়ের শোকজ নোটিশের জবাবে এ ব্যাখ্যা দেন তিনি। স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কাছে ব্যাখার লিখিত কপি জমা দেন আবুল কালাম আজাদ।
এর আগে গত ১১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তির কথা জানায়। পরে ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ব্যাখ্যা দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রিজেন্টের সঙ্গে চুক্তির আগে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল সে বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।