আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে দীর্ঘ আলোচনার পর লাদাখ থেকে সরছে চীন সেনা। গত ৫ই মে থেকে লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় এবং চীন সেনা মুখোমুখি। মঙ্গলবার (৯ জুন) লাদাখের তিনটি জায়গা থেকে সেনা সরালো চীন। চীন সেনা সরানোর সাথে সাথে ভারতও তাদের সেনা সরাতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, পেট্রোলিং পয়েন্ট ১৫ ও হটস্প্রিং এলাকা থেকে চীন সেনা সরিয়েছে।
সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি সপ্তাহে আলোচনা হতে চলেছে দুই দেশের সেনাবাহিনীর। পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালোয়াঁ), পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলোচনা হতে পারে। চীনের সেনাদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যেই চুসুলে পৌঁছেছে ভারতীয় সেনা প্রতিনিধি দল। এর আগে সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ‘যত দ্রুত সম্ভব’ চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রস্তাবনা চায় ভারত। পূর্ব লাদাখে গত সপ্তাহে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি হওয়া নিয়ে গত সপ্তাহে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনাকে ‘ইতিবাচক’ বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত ৫ ও ৬ মে প্যাংগং লেক এলাকায় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে বিচ্ছিন্ন লড়াইয়ের পরেই সীমান্তে উত্তেজনা ছড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



