নীলফামারী প্রতিনিধি: ছয় কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা মামুন হাসান মালিককে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বুধবার রাতে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে (১৮ফেব্রুয়ারি) রংপুর র্যাব অধিনায়ক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে ব্রিফ করেন র্যাব ১৩ এর অধিনায়ক(ভারপ্রাপ্ত) মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের নভেম্বরে প্রতারণার উদ্দেশ্যে মামুন সহযোগীদের নিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় ‘ডোমার বাজার ভোগ্য পণ্য সমবায় সমিতি’ খুলেন। যার টার্গেট ছিল এলাকার সহজ সরল নারীরা।
প্রতারক চক্রটি সমিতির মাধ্যমে বিভিন্ন লোভনীয় পণ্য সমিতির সদস্যগণ যে মূল্য দিয়ে ক্রয় করতে ইচ্ছুক তাকে মূল্য বাবদ সেই পণ্যটি দেওয়া হবে এবং সাত দিনের মধ্যে মূল টাকাসহ শতকরা দশ থেকে ত্রিশ টাকা লভ্যাংশ ফেরত দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ১৮-৪০ বছরের নারীদের উদ্ধুদ্ধ ও প্রলুদ্ধ করতে থাকে।
সমবায় সমিতির মাধ্যমে কয়েকজন নারী সদস্য প্রাথমিকভাবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মূল টাকাসহ লভ্যাংশ প্রাপ্ত হওয়ায় এলাকার অধিক সংখ্যক মহিলা নিজেদের সহায় সম্বল বিক্রি করে চটকদার সমিতির সদস্য হোন। সমিতির আড়ালে এই প্রতারক চক্রটি মাত্র দুই মাসে ৬ কোটি টাকা সংগ্রহ করে এবং এক পর্যায়ে আত্মসাতের উদ্দেশ্যে সমিতির অফিস বন্ধ করে পালিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে টাকা ফেরতের জন্য সদস্যরা আন্দোলনে নামেন এবং সর্বশান্ত সহস্রাধিক নারী ও সমিতির শতাধিক কর্মী গেল বছরের ২০ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম স্মারকলিপি প্রেরণ করেন।
ভুক্তভোগীরা টাকা উদ্ধারের জন্য নীলফামারীর ডোমার থানায় গেল ২৪ জানুয়ারি চারজনের নাম উল্লেখ করে প্রতারণা মামলা করেন এবং র্যাব নীলফামারী কোম্পানী কমান্ডার বরাবর অভিযোগ দাখিল করেন।
র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সামুয়েল সাংমা জানান, ঘটনার পর থেকে র্যাব বিশদ অনুসন্ধান এবং তদন্ত শুরু করে। এক পর্যায়ে প্রতারণার মুল হোতা মামুন হাসান মালিক ওরফে আদম সুফী ঢাকার সাভারে নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। সেখান থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, মামুন প্রতারণার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতার মামুনকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।