স্পোর্টস ডেস্ক: ব্যাটসম্যানদের ভয়ের অন্য নাম হচ্ছে ইয়র্কার। আর এই ইয়র্কার যেন রীতিমত অভ্যাসে পরিণত করেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। গতকাল বুমরাহর ইয়র্কারেই যেন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। ৪৭ তম ওভারের পঞ্চম বলে রুবেল ও শেষ বলে ইয়র্কারে মোস্তাফিজকে বোলদ করেন বুমরাহ।
তবে ইয়র্কারের পেছনের রহস্য ফাঁস করেছেন বুমরাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নেটে ইয়র্কার বারবার করতেই থাকি। যত বেশি আপনি এটা করবেন ততই আপনার নিয়ন্ত্রণে আসবে। আপনাকে অনুশীলন চালিয়ে যেতেই হবে। এটা আসলে অনুশীলনের ওপর নির্ভর করে। অন্যান্য বলের মতোই এটার জন্য বারবার অনুশীলন প্রয়োজন। আমি যখনই এটা নিয়ে কাজ করি তখনই বিভিন্ন অবস্থায় চেষ্টা করি। কখনো নতুন বলে, কখনো পুরোনো বলে।’
তিনি আরো বলেন, ‘আমি সব ধরনের বলই অনুশীলন করি। তারপর ম্যাচে সেটা প্রয়োগ করি। তবে আপনার মাথাও ঠান্ডা রাখতে হবে। যদি আপনার অনুশীলন ঠিক থাকে তাহলে প্রয়োগ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel