Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর
    জাতীয় ডেস্ক
    জাতীয়

    অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর

    জাতীয় ডেস্কEsrat Jahan IsfaSeptember 18, 20253 Mins Read
    Advertisement

    অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য পেনশন-সংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা বাস্তবায়িত হলে পেনশনারদের জীবনযাত্রা আরও সুরক্ষিত হবে।

    অবসরে যাওয়া সরকারি কর্মচারী

    সভায় সিদ্ধান্ত হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছরে আনার প্রস্তাব অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে।

    পাশাপাশি পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী/স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের পেনশন সুবিধা প্রদানের বিষয়টিও অর্থ বিভাগকে পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া পেনশনভোগী অবস্থায় কেউ দ্বিতীয় বিয়ে করলে, তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীকে পারিবারিক পেনশন দেওয়ার বিষয়েও সুপারিশ চাওয়া হয়েছে।

    সভায় জানানো হয়, শতভাগ পেনশন সমর্পণকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২০১৮ সালের ৮ অক্টোবর মাসিক পেনশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয়। তবে সেই পুনঃস্থাপন কার্যকর হতো অবসরের ১৫ বছর পর থেকে। এ সময়সীমা এখন কমিয়ে ১০ বছরে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে।

    উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে শতভাগ পেনশন সমর্পণ করে এককালীন সব টাকা তুলে নেওয়ার সুযোগ চালু হয়। এ সুবিধা নিয়ে অনেকেই পেনশনের পুরো অর্থ একসঙ্গে তুলে নিয়ে পারিবারিক খাতে ব্যবহার করলেও পরবর্তীতে অর্থকষ্টে পড়েন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে সরকারের কাছে পুনঃস্থাপনের দাবিতে আবেদন করে আসছেন।

    সরকার এক সঙ্গে পেনশন উত্তোলনকারীদের বছরে দুটি উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দিলেও তারা মাসিক পেনশন পেতেন না। এখন তাদের আর্থিক সুরক্ষা বিবেচনায় পুনঃস্থাপন প্রক্রিয়া সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এছাড়াও চিকিৎসা সুবিধার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে জটিল রোগে আক্রান্ত পেনশনাররাও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন—যা আগে শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্য সীমাবদ্ধ ছিল।

    অবসরপ্রাপ্ত প্রবাসী সরকারি কর্মকর্তাদের জন্য পেনশন-সংক্রান্ত নথিতে স্বাক্ষরসহ অন্যান্য আনুষ্ঠানিকতা বিদেশের বাংলাদেশ মিশন থেকেই সম্পন্ন করার সুযোগ তৈরি করতে অর্থ বিভাগকে পর্যালোচনা করতে বলা হয়েছে।

    শতভাগ পেনশন সমর্পণকারীদের ২০১৭ সালের ১ জুলাই থেকে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট অনুযায়ী উৎসব ভাতা দেওয়া হলেও, পেনশন পুনঃস্থাপনের পর সেই ইনক্রিমেন্ট পেনশনের সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে না। বিষয়টির সমাধানে অর্থ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    এছাড়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি-সংক্রান্ত কমিটিতে জনপ্রশাসন সচিবকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবসহ সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ব্যাপক প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোকে।

    মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পেনশন-সংক্রান্ত সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। এবার বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে সমস্যাগুলোর টেকসই সমাধানের পথে হাঁটছে সরকার।

    এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগ, এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রতিনিধিরা।

    হিন্দুস্তানি আপা ও জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : রাশেদ প্রধান

    অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। পেনশন-সংক্রান্ত জটিলতা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় অবসরে কর্মচারীদের জন্য বড় যাওয়া’ সরকারি সরকারি কর্মচারী সুখবর,
    Related Posts

    সেফ এক্সিট আমার দরকার নেই, নির্বাচনের আগে নিজ অবস্থান পরিষ্কার রাখলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা

    October 26, 2025
    জবানবন্দি আজ

    চানখারপুল হত্যা মামলায় ১২তম দিনে ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি আজ

    October 26, 2025

    ১৯ বছরের বিরতির পর ঢাকা-ইসলামাবাদের যৌথ অর্থনৈতিক বৈঠক কাল

    October 26, 2025
    সর্বশেষ খবর

    সেফ এক্সিট আমার দরকার নেই, নির্বাচনের আগে নিজ অবস্থান পরিষ্কার রাখলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা

    জবানবন্দি আজ

    চানখারপুল হত্যা মামলায় ১২তম দিনে ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি আজ

    ১৯ বছরের বিরতির পর ঢাকা-ইসলামাবাদের যৌথ অর্থনৈতিক বৈঠক কাল

    রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার

    বগুড়ার শিবগঞ্জে দলবদলের হিড়িক, আওয়ামী লীগ-জামায়াতসহ দুই শতাধিক কর্মী বিএনপিতে যোগদান

    মারা গেল গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটি

    গাংনী সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

    গণতন্ত্র ফিরে এসেছে

    খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই গণতন্ত্র ফিরে এসেছে বহুবার: আবু নাসের

    হামলার শিকার

    কুড়িগ্রামে হামলার শিকার ৬ পুলিশ, গ্রেপ্তার ২

    হস্তান্তর

    আরও ২৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.