স্পোর্টস ডেস্ক: অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকার হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া এবি ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবি। এরপর তাকে আইপিএল ছাড়া আর অন্য কোনও প্রতিযোগিতায় খেলতে দেখা যায়নি।
তবে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে থাকার পর ফের একবার দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন এবি।
গতকাল (১৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৭৬* রানের ইনিংস খেলে ডি ভিলিয়ার্স বলেন, আইপিএল খেলতে আসার আগে এই বিষয়ে বাউচির (মার্ক বাউচার) সঙ্গে কথা হয়েছিল। আমি তো দেশের হয়ে সবসময় খেলতে রাজি। তবে গত কয়েকদিনে তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা হয়নি। আইপিএল শেষ হয়ে গেলে তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। আমি চাইলেই তো দলে ঢুকে যেতে পারি না। যদি আমার জন্য জায়গা ফাঁকা থাকে তাহলে তো আমি এক পা বাড়িয়ে রেখেছি।
বাউচারও কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, এবি আইপিএলে যাওয়ার আগে এই ব্যাপারে আমাদের কথা হয়েছিল। আলোচনা বেশ ভালো জায়গায় আছে। এবি আইপিএলে ভালো খেলে বাকি দুনিয়াকে দেখিয়ে দিতে চায় যে, সে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষমতা রাখে। এখনও বিশ্ব ক্রিকেট শাসন করতে পারে। আমি ওকে বলেছি, যাও, আইপিএলে গিয়ে নিজের কাজ কর। টুর্নামেন্ট শেষে তোমার সঙ্গে আবার কথা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।