জুমবাংলা ডেস্ক: অবসর ভেঙে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে খেলবেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

এলপিএলের প্রথম আসর আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। পাঁচ দলের অংশগ্রহণে ১৩ ডিসেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। যেখানে তারকাখচিত দল ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ইরফান পাঠান।
মাত্র ৩৬ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইরফান। তবে দশ মাসের বেশি সময় নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের কাজে আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। আইপিএল শেষ করেই চলে যাবেন শ্রীলঙ্কায়।
ক্রিকইনফোকে ইরফান বলেন, আমি খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। তবে আমি এখনও বিশ্বজুড়ে ক্রিকেটে খেলতে পারব। আশা করছি এলপিএল উপভোগ্য হবে এবং মাঠের লড়াইয়ের স্বাদ আস্বাদন করতে পারব। যা গত দুই বছর ধরে আমি পারছি না। আমি মনে করি, এখনো খেলার মতো অনেক কিছুই আছে আমার ভেতরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



